রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

রূপসা দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী তথা নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শরীফ হোসেন খানের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ ডিসেম্বর রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় প্রার্থী শরীফ হোসেন খানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সংসদ সদস্যের পৌরসভা প্রতিনিধি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন পলোয়ান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তথা আনারস প্রতীকের প্রার্থী আঃ কাদের খোকন আমাদের কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছে। ব্যানার পোস্টার ছিঁড়ে নৌকার প্রচারণায় বিঘœ ঘটানোর চেষ্টা করছে। সর্বশেষ মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকেলে নৌকার সমর্থনে একটি মিছিল গৃদকালিন্দিয়া বাজারে এলে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের খোকন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম এবং জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে মোটরসাইকেল বহরসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদের মিছিলে হামলা চালায়। এতে অনেক নেতা-কর্মী গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমি এবং আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণপূর্বক সুষ্ঠু বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুবলীগ নেতা আরিফ হোসেন পাটওয়ারী, নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়