রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ব্যাংকিং খাত উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে
রেদওয়ান আহমেদ জাকির ও মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলা সদরে নারায়ণপুর শাখার অধীনে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর বিকেল ৩টায় মতলব বাজারে এন.এ.এম. টাওয়ারের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কুমিল্লা অঞ্চল প্রধান মোঃ আখতারুজ্জামানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। তিনি বলেন, অব্যাহত অগ্রযাত্রায় মতলবে ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করছে। বিশেষ করে ব্যাংকিং খাত উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি বলেন, ব্যাংকিং সেবা উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়।

ব্যাংকের নারায়ণপুর শাখার ব্যবস্থাপক (অপারেশন) মোঃ আব্দুল কাদেরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।

আরও বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হায়দার মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।

তারা উক্ত এলাকায় এক্সিম ব্যাংকের উপশাখার উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ শাখার মাধ্যমে এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব বাজার এলাকার ব্যবসায়ী, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়