রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু করুক
প্রেস বিজ্ঞপ্তি ॥

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার ২৮ ডিসেম্বর বেলা ১২টায় কলেজ প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, পাঠ-উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলী আজগর ফকির ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও পাঠ-উন্নয়ন কমিটির সদস্য মোঃ সেলিম হোসেন। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহারিয়ারের সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফলাফল উপস্থাপন করেন একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কমিটির সদস্য ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

শিক্ষার্থীরা কীভাবে ভাল ফলাফল অর্জন করতে পারে, সে সম্পর্কে অভিভাবকরা মতামত ব্যক্ত করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অভিভাবকবৃন্দ কলেজের ডাকে এভাবে সাড়া দিবেন। তিনি বলেন, অভিভাবকগণ হচ্ছেন কলেজের স্টেক হোল্ডার। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় ভাল ফলাফল অর্জন করা সম্ভব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু করুক, আমাদের এখান থেকে পাস করে ভালো কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোক। শুধু জিপিএ ফাইভ নয়, আমাদের শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হতে হবে।

দুপুর ১টায় সকল শিক্ষার্থীর উপস্থিতিতে রাজু ভবনের ১০৮নং কক্ষে ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞান বিভাগে ফারাব আল-রহমান, মানবিক বিভাগে সুমাইয়া আক্তার এবং ব্যবসায় শিক্ষা শাখায় জান্নাতুল নাঈম প্রথম স্থান অধিকার করে। অভিভাবকবৃন্দ করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়