রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে আনারস প্রার্থীর কর্মীদের উপর হামলা
গোলাম মোস্তফা ॥

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশীদের প্রচারণা চালানোর বাহন অটোরিকশা ও মাইক ভাংচুর এবং কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিজি বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমের নির্দেশে তার লালিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, জসীম মিজি, ইসমাইল পাটোয়ারী ও জসীম উদ্দিনের নেতৃত্বে কজন দেশীয় অস্ত্রসহ আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশীদের প্রচারের মাইক ও অটোরিকশা ভাংচুর করে। এ সময় প্রচারণার কাজে থাকা আনারস প্রতীকের কর্মী দেলোয়ার হোসেন গাজী, মোফাজ্জল হোসেন গাজী ও নূরে আলম গাজীকে তারা পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর অর রশীদ জানান, একই ইউনিয়নের মানিকরাজ এলাকায় সন্ধ্যায় আনারস প্রতীকের সমর্থিত কর্মী রয়েল তপাদারকে বেধড়ক মারধর করা হয়েছে। এ সকল ঘটনায় জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়