প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
শিশুর দেয়া আগুনে পুড়ে গেছে একটি মুরগির খামার। আগুনে কেউ হতাহত না হলেও খামারে থাকা কিছু মুরগি পুড়ে মারা গেছে। সোমবার ২৭ ডিসেম্বর দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
শিশুটির মা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন। একসময় তার ৪ বছর বয়সী ছেলে সিয়াম হোসেন খেলতে গিয়ে খামারে আগুন লাগানোর কথা জানায়। তখন তার ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো খামারটি ভস্মিভূত হয়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।