প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর বিএনপির আয়োজনে ২৭ ডিসেম্বর সোমবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝির সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। খালেদা জিয়া ও শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ জসিম উদ্দিন। পরে তবররুক বিতরণ করা হয়।