প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
সুন্দর আগামীর স্বপ্নে চাঁদপুরের উদ্যমী নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত ‘সবাই মিলে’র আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর রোববার দুপুরে জেএম সেনগুপ্ত রোডের ইসলামিয়া প্লাজায় ‘সবাই মিলে ফাস্ট ফুড এন্ড কফি শপে’ এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাস্ট ফুড এন্ড কফি শপের স্বত্বাধিকারী তানিয়া ইসলামের সভাপ্রধানে বক্তব্যে বলেন, আমরা চাই কর্মদক্ষতার মাধ্যমে সমাজ বিনির্মাণে নারীরা এগিয়ে যাক। সেজন্য নারী উদ্যোক্তাদের প্রচেষ্টায় আমরা ‘সবাই মিলে’ প্লাটফর্মে কাজ করছি। আমার এই কাজে দারুণভাবে উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন আমার স্বামী ফয়সাল আহমেদ বাহার।
তিনি আরও বলেন, বিভিন্ন নারী উদ্যোক্তাদের একত্রিতকরণ, স্বপেশায় সহযোগিতা, প্রশিক্ষণ ও ব্যবসায় সফলতা এনে দিতেই কাজ করছে ‘সবাই মিলে’। এখানে যেকোনো নারী উদ্যোক্তা চাইলে যোগ দিতে পারে।
সমন্বয় সভায় নারী উদ্যোক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন নিলুফা আক্তার, খাদিজা আক্তার তুলি, ফাতেমা তুজ জুহরা, মুনমুন শারমিন, মায়রা, তানিয়া ইসলাম নিশাত, তৃষ্ণা প্রমুখ।