প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামীকাল সোমবার বিশে^র কোটি কোটি শিষ্যের মন্ত্রদাতা গুরু এবং অগনিত ভক্তের প্রাণের দেবতা ও পথপ্রদর্শক যুগ¯্রষ্টা ঋষি অখ-ম-লেশ^র শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব। এ উপলক্ষে তাঁরই পুণ্য জন্মস্থান অযাচক আশ্রম চাঁদপুরে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী ধর্মীয় উৎসব।
উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে কাল অর্থাৎ ২৭ ডিসেম্বর সোমবার ভোর ৫টায় আশ্রম প্রাঙ্গণে আরতি কীর্তন ও অঞ্জলি প্রদান। সকাল ৮টায় পুরাণবাজারে স্বরূপানন্দের প্রতিকৃতি সমেত শোভাযাত্রা, বেলা ১১টায় অযাচক আশ্রম প্রাঙ্গণে প্রেমধ্বনি, শঙ্খ ও উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রী শ্রী বাবামণির পুণ্য প্রতিচ্ছবি স্থাপন। বিকেল সাড়ে ৪টায় নীরব নাম জপযজ্ঞ ও ব্রহ্মগায়ত্রী গীত ও হরিওঁ কীর্তন এবং দেশের বিভিন্ন প্রান্তের ভগ্নিবৃন্দের অংশগ্রহণে ‘নারীর সতীত্ব রক্ষায় শ্রী শ্রী স্বরূপানন্দের ভূমিকা’ শীর্ষক মাতৃসম্মেলন। রাত ৮টায় স্বরূপানন্দ সংগীতশিল্পী মানিক রায়ের পরিচালনায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান।
পরদিন অর্থাৎ ২৮ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় ঊষা কীর্তনাঞ্জলি ও হরিওঁ কীর্তন শেষে নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখ- সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় অখ-ম-লেশ^র শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা। সকাল সাড়ে ১০টায় হরিওঁ কীর্তন সহযোগে নগর পরিক্রমা (সম্প্রীতি র্যালি)। দুপুর ১২টায় ‘চরিত্রগঠন আন্দোলন’ শীর্ষক ধর্মীয় সভা। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্তন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।
অনুষ্ঠানসমূহে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট ও বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ।
দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের মশারি ও হালকা শীতবস্ত্র নিয়ে আসার জন্যে অনুরোধ জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ।