প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘এসো মিলি স্মৃতির টানে, স্মৃতির খেয়ায় ষোলঘর কলোনী’ শ্লোগানে চাঁদপুর শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কলোনীর মিলনমেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলনমেলার আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার ও মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।
উদ্যাপন পরিষদের আহ্বায়ক মোঃ জলফুর রহমান (মনা)-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের সদস্য সচিব সৈয়দ মোঃ নুরুজ্জামান কাজল। সঞ্চালকের দায়িত্বে ছিলেন ফজলে খোদা (১৯৮৯-৯১)। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মনির হোসেন। গীতা পাঠ করেন বিন্দু চক্রবর্তী।
এদিন সকাল সাড়ে ৮টায় বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং সম্মিলিত অংশগ্রহণে র্যালি বের হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা ও কর্মচারী এবং ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকাগণ ও পরিবারবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতীত-বর্তমান মিলিয়ে সকলের অবস্থান একমঞ্চে হওয়া খুবই আনন্দদায়ক। এখন মানুষ বন্দি জীবন-যাপন করে। আগের মতো বাড়ির আঙিনায় চলাফেরা এখন তেমন একটা নেই। অতীতের স্মৃতিকে লালন আমরা কিছু সময় আনন্দে মেতে ছিলাম।
তিনি আরো বলেন, একই সমাজে বাস করে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া এখন কঠিন ব্যাপার। আমাদের মুরুব্বিদের সামাজিক বন্ধনের ইতিহাস তুলে ধরে প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।