রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

যোগ্য ব্যক্তি নৌকা না পাওয়ায় আনারস প্রতীকে নির্বাচন করার ঘোষণা
স্টাফ রিপোর্টার ॥

প্রতীক নয়, প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ কাদের খোকনের পক্ষে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

২৫ ডিসেম্বর শনিবার বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলীর সভাপ্রধানে ও সাধারণ আঃ সাত্তার কালুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ সাত্তার পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুকবুল খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর হাজী, ৪নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি বাবুল মিজি, ৮নং ওয়ার্ড সভাপতি আঃ সাত্তার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা আগামী ৫ জানুয়ারির নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিটি ইউনিয়নে আনারস প্রতীককে জয়যুক্ত করতে সবাই মাঠে কাজ করবেন বলে একমত পোষণ করেন।

১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীক না দেয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। তারা জানান, আওয়ামী লীগ প্রার্থীর ভাই প্রকাশ্যে সাবেক চেয়ারম্যান অহিদুর রহমান ও তার নাতিসহ কজনকে আহত করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছে নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়