রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

কেন্দ্রীয় সম্মেলনে চাঁদপুর পূজা পরিষদ নেতৃবৃন্দের যোগদান
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন ঢাকাস্থ জাতীয় ঢাকেশ^রী মন্দিরের মেলাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ও ২৫ ডিসেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের নেতৃত্বে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে বিগত দিনে সংঘটিত দেশের যে সকল স্থানে সাম্প্রদায়িক সম্প্রতি বিনাশের মতো ঘটনা ও শারদীয় দুর্গোৎসবে ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে সে সকল জেলার পূজা পরিষদের কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। চাঁদপুর জেলা থেকে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তিনি শারদীয় দুর্গোৎসবে ঘটনা বহুল অনাকাক্সিক্ষত ঘটনা তুলে ধরেন এবং ঘটনাকালীন স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি অনাকাক্সিক্ষত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনপূর্বক আগামীদিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্যে সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি পূজা উদ্যাপন পরিষদের দাবিসমূহ বাস্তবায়নের জন্যেও জোর দাবি জানান।

সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়