রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় পুত্রবধূর হামলায় শাশুড়ি হাসপাতালে
গোলাম মোস্তফা ॥

কচুয়া উপজেলায় ছেলের বউ কর্তৃক ৬০ বছরের বৃদ্ধা শাশুড়ি যশোদা রাণী শীলকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শাশুড়ি আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের পারিবারিক সূত্র থেকে জানা যায়, কচুয়া উপজেলার নাউলা গ্রামের শীল বাড়ির মৃত নকুল চন্দ্র শীলের ছেলে প্রাণকৃষ্ণের সাথে কুমিল্লার চান্দিনা এলাকার নারায়ণ চন্দ্রের মেয়ে স্মৃতি রাণী শীলের ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকে প্রাণকৃষ্ণ প্রবাসে চাকুরি করেন। তিনি প্রবাসে যে কোম্পানীতে চাকুরি করেন ওই কোম্পানীর নিয়ম অনুযায়ী প্রতি ৬ মাস পর পর ছুটিতে দেশে আসেন।

অপরদিকে এ দম্পতির সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কিন্তু প্রাণকৃষ্ণের স্ত্রী তার অনুপস্থিতিতে একাধিক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে স্বামী প্রাণকৃষ্ণের দেয়া স্বর্ণালঙ্কার এবং ঘর থেকে অনেক মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বেশ কয়েকবার পরকীয়ার সম্পর্ক নিয়ে সালিস হয়েছে। বর্তমানে স্মৃতি রাণী শীলের বিরুদ্ধে চাঁদপুর আদালতে দুটি মামলা চলমান।

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২৫ ডিসেম্বর শনিবার স্মৃতি রাণী শীল কচুয়ায় তার স্বামী প্রাণকৃষ্ণের বাড়িতে এসে বৃদ্ধা শাশুড়ি যশোদা রাণী শীল (৬০)-এর উপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। আহতের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনরা তার উন্নত চিকিৎসার জন্যে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে যশোদা রাণী শীল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, উল্লেখিত ঘটনার বিষয়ে কচুয়া থানাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়