প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
গতকাল শনিবার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কালীবাড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, কেন্দ্রের নিরাপত্তা প্রদান, সাধারণ জনগণ যেনো নির্বিঘেœ ভোট প্রদান করতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে কড়া নজরদারির মধ্যে রাখাসহ বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।