রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

আমরা চাই সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে
মিজানুর রহমান ॥

শান্তি ও কল্যাণের বাণী নিয়ে যিশুর আগমনী দিন উদ্যাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ২৫ ডিসেম্বর শনিবার গির্জাগুলোতে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ দিয়ে সাজানো হয় গির্জা। সারাদেশের ন্যায় চাঁদপুরেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে চাঁদপুরের চার্চগুলোতে এ দিনটি উদ্যাপিত হয়। এদিন সন্ধ্যায় চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চে বড়দিন উদ্যাপন অনুষ্ঠানের কেককাটা পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটা ধর্মের মূলবাণী হচ্ছে শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা। সবাই মিলেমিশে থাকবে, যার যার ধর্ম সে সে পালন করবে আমরা এটাই সবসময় চাই। একজন জেলা প্রশাসক হিসেবে আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।

তিনি আরও বলেন, আমি প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে থাকি। তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে ব্যবস্থাটা নিশ্চিত করতে আমি সর্বদা সহযোগিতা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের স্বামী মোঃ জহিরুল হক, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, পৌর শাখার সাধারণ সম্পাদক ভাস্কর দাসসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদরের চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চ ছাড়াও গুণরাজদী ব্যাপ্টিস্ট চার্চ, বহরিয়া ব্যাপ্টিস্ট চার্চ, বাগাদীর পক্ষীদিয়া ব্যাপ্টিস্ট চার্চ, দক্ষিণ বালিয়া ব্যাপ্টিস্ট চার্চ, ফরিদগঞ্জ সাহেববাজারের ক্যাথলিক চার্চ এবং খ্রিস্টান পল্লিগুলোতেও বড়দিনের অনুষ্ঠান হয়েছে।

সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি মনিন্দ্র বর্মণ ও সম্পাদক রসি বর্মণ বলেন, বড়দিন উদ্যাপনে সকাল ৯টায় ধর্মীয় উপাসনা, দুপুর ১টায় প্রীতিভোজ, সন্ধ্যা ৬টায় ক্রিসমাস ট্রি-এর আয়োজন ছিলো। সুন্দরভাবে দিনটি উদ্যাপন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়