প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
নতুন করে বেড়েছে চালের দাম। বাজারে চাল কিনতে গেলে এখন কেজিতে অন্তত ৩ টাকা বেশি দিতে হবে। গত প্রায় চার মাসের ব্যবধানে এ নিয়ে চালের দাম দুই দফায় বেড়েছে। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুচরায় ২ টাকা বেড়ে মোটা চালের কেজি হয়েছিলো ৪৬ টাকা।
চাল ব্যবসায়ী সমিতির নেতা ও আড়তমালিকেরা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের কারণে মাঠে অনেকের ধান ভিজে গেছে। এতে কিছু ধান নষ্ট হয়েছে। কিছু জায়গায় পানির কারণে ধান কাটা পিছিয়ে গেছে। মূলত এ দুটি কারণেই স্থানীয় মিলমালিকেরা দাম বাড়িয়ে দিয়েছেন।