প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন অ্যাডঃ হুমায়ুন কবির। গত ২৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ নাছির উদ্দীন। বিদ্যালয়ের উন্নয়ন দিক-নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। তিনি অ্যাডঃ মোঃ হুমায়ুন কবিরের নাম সভাপতি পদে প্রস্তাব করেন। অভিভাবক সদস্য মোঃ শাহজাহান সাজু এ প্রস্তাব সমর্থন করেন এবং উপস্থিত সকল সদস্য প্রস্তাবটি সমর্থন করেন। সভায় অন্য কোনো প্রস্তাব না থাকায় অ্যাডঃ মোঃ হুমায়ুন কবিরকে তৃতীয়বারের মতো সভাপতি মনোনীত করে সভা শেষ করা হয়।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।