রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর ড্রামার নাটক ‘জাগরণ’ মঞ্চস্থ
প্রেস বিজ্ঞপ্তি ॥

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের বাস্তবায়নে ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রতিপাদ্যে চাঁদপুর ড্রামার পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘জাগরণ’। জেএম সেনগুপ্ত রোডস্থ পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ৩টায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনায় ছিলেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, নির্দেশনায় একে আজাদ ও সহ-নির্দেশনায় আফসানা আক্তার তন্নি।

নাটক পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তপন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস্-এর সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ ম-ল ও স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মজিবুর রহমান দুলাল, মানিক পোদ্দার, আফসানা আক্তার তন্নি, পরিমল দাস নূপুর, তাসলিমা বেগম, একে আজাদ, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার ও তপন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়