প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ ওমর ফারুক দর্জি বলেছেন, আমি জনগণের মাঝ থেকে উঠে আসা ফারুক দর্জি। আমাকে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না। আমি জনগণের মাঝেই থাকবো।
গত ২৩ ডিসেম্বর বিকেলে ইউনিয়নের বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। কিন্তু আপনাদের অযোগ্যতার কারণে নৌকার অমর্যাদা করবেন না।
তিনি আরো বলেন, আমি কোনো অন্যায় করিনি। সকল বরাদ্দের সুষ্ঠু বণ্টন করেছি। যদি কেউ অন্যায়ের প্রমাণ দিতে পারেন তাহলে নির্বাচন থেকে সরে যাবো। জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। জনগণ যাকে ভোট দিবেন তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এ সময় উপস্থিত জনগণ আনারস আনারস ধ্বনিতে স্কুল মাঠ মুখরিত করে তোলে।