প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘এসো মিলি মুক্তির মোহনায়’ শ্লোগানে ১৯৯২ সাল থেকে চাঁদপুরে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ৩০ বছর অতিক্রম করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষকে উৎসর্গ করে চলছে মেলার কার্যক্রম।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পুলিশ নারী কল্যাণ সমিতির শিল্পীরা। শিপ্রা মজুমদারের সংগীত পরিচালনায় ও রাখি মজুমদারের নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে বিজয় মেলার পক্ষ থেকে পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীর হাতে স্মারক ক্রেস্ট প্রদান করেন বিজয় মেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্টু ও বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাট্য পরিষদের সদস্য সচিব এম আর ইসলাম বাবু।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদিপ্ত রায়, সংগীত পরিবেশন করেন চাঁদপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পুলিশ সদস্য শরিফুল, অজয় সরকার ও সাগর। নৃত্য পরিবেশন করে পুলিশ সুপারের কন্যা মুনতাহা, পাঁপড়ি, তিশা, নিসা, তানজিলা, সিয়াম, নাতিয়া, আদনান সামি, নীলা, নাবিলা, ফাতেমা ও সুমাইয়ার দল। অভিনয় করেন তৌফিক, নীলা, নাবিলা, নিলয় ও শাকিল।
অনুষ্ঠান পরিচালনা ছিলেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, সহ-সভানেত্রী পূজা দাস, সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম, সাংস্কৃতিক সম্পাদিকা ফারহিন তানিয়া, দপ্তর ও অর্থ সম্পাদিকা ইভা ও যোগাযোগ সম্পাদিকা পিউকা বড়ুয়া।