প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের গেইট সংলগ্ন প্রাঙ্গণটি সবসময় প্রাইভেট অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিকশা ও অটোবাইক দখল করে রাখে। ফলে ডাক্তার, নার্স, রোগী ও তাদের স্বজন এবং হাসপাতালের স্টাফদের আসা-যাওয়া করতে প্রতিনিয়ত মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হাসপাতালের গেইটের ভেতরটুকু যেন প্রাইভেট গাড়ি রাখার স্ট্র্যান্ডে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এই দৃশ্যের বদল হয়নি। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।