প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০০২-২০০৪ ব্যাচের ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ড্রেজলার হিলশা। ১৮ ডিসেম্বর শনিবার ৬টি দল নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে একই ব্যাচের শিক্ষার্থীরা। রানারআপ হয়েছে ওমর শরীফ টিম। ওইদিন বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ছিল রিভার অব ডাকাতিয়া, চাঁদপুর কিংস, কিং অব হাজীগঞ্জ, চাঁদপুর ভিক্টোরিয়ান্স, টিম ওমর শরীফ ও ড্রেজলার হিলশা।
ড্রেজলার হিলশা দলের মালিক ছিলেন অ্যাডঃ বদরুল আলম চৌধুরী ও সাব্বির আজম এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন হাসান উল্লাহ। চাঁদপুর কিংস-এর মালিক ছিলেন আতাউর রহমান পারভেজ, ম্যানেজার ছিলেন জামাল সুমন। কিং অব হাজীগঞ্জের মালিক ছিলেন কাউসার পাটোয়ারী, ম্যানেজার ছিলেন নিশান রহমান। রিভার অব ডাকাতিয়ার মালিক ছিলেন সাদ্দাম হোসেন, ম্যানেজার ছিলেন সোহেল পাটোয়ারী। চাঁদপুর ভিক্টোরিয়ান্স-এর মালিক ছিলেন দুখু মিয়া, ম্যানেজার ছিলেন মোঃ ইলিয়াছ মজুমদার (সুমন)। টিম ওমর শরীফ-এর মালিক ছিলেন আল জাজিরা নাহিয়ান ও ম্যানেজার ছিলেন মেহেদী হাসান খান জনি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন মোঃ মাঈনুদ্দিন (আহ্বায়ক), হাবিবুর রহমান (প্রধান সমন্বয়কারী), মোঃ রকিবুল হাসান (সদস্য সচিব), সাফা উদ্দিন আহমেদ (সদস্য), সোহাগ খান (সদস্য) ও গাজী আল-আমিন (সদস্য)।