প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’-এই প্রতিপাদ্যে ফরিদগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা প্রকৌশলী আবরার হোসাইন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুইদিনের মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন অতিথিবৃন্দ।