প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহামারী করোনা ভাইরাসসহ বিভিন্ন বালা-মুছিবত থেকে পরিত্রাণ পেতে ও বিশ^ মুসলমানদের কল্যাণ কামনায় কচুয়া উপজেলার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাল ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র খতমে জালালী শরীফসহ অন্যান্য খতম। দেশের বিশিষ্ট পীর মাশায়েক এ খতমে জালালী শরীফে অংশ নিবেন। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন শাহপুর দরবার শরীফের পীর আলহাজ¦ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব। সকাল ৭টা থেকে খতমে জালালীসহ অন্যান্য খতমের কাজ শুরু হবে। বাদ আসর অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।