প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জের ইউপি নির্বাচনে ৫ সদস্য ও ১ সংরক্ষিত নারী সদস্য প্রার্থীসহ ৬ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউপি নির্বাচন আইনের ২০১৬-এর ৮(৮) মোতাবেক উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাকিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাখরপাড়া ও ফকিরবাজার এলাকায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
জরিমানা প্রদানকারী সদস্য প্রার্থীরা হলেন : বাকিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী জাকিয়া বেগম ১ হাজার টাকা, রুহুল আমিন ৫ হাজার টাকা, জামাল হোসেন ৫ হাজার টাকা, মনির মিয়াজী ৫ হাজার টাকা, কামরুজ্জামান ৫ হাজার টাকা ও শাহাদাত পাঠান ৫ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতে সদস্যদের জরিমানার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।