রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

জাগরণী সপ্তাহে ৫শ’ ৯২ জন পেলো সুদমুক্ত ক্ষুদ্র ঋণের টাকা
স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বাস্তবায়নে চাঁদপুর জেলায় (১৪ ডিসেম্বর-২১ ডিসেম্বর, ২০২১) জাগরণী সপ্তাহ পালন করা হয়েছে।

এ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ১টি শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৯২ জনকে সর্বমোট ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৭১৮ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ১২৩ জনকে মূল বিনিয়োগে ২৭ লাখ ৮৭ হাজার ৪০ টাকা এবং ৪৬৯ জনকে পুনঃবিনিয়োগ ১ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬শ’ ৭৮ টাকা প্রদান করা হয়েছে।

সমাজসেবা অধিদফতরাধীন পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস), পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আরএমসি) এবং দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানশ প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমকে গতিশীল ও কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মুজিববর্ষে ‘১৪-২১ ডিসেম্বর ২০২১ সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাজসেবা অধিদফতরের নির্দেশনা মোতাবেক জাগরণী সপ্তাহ উপলক্ষে (১৪-২১ ডিসেম্বর ২০২১) বিজয় দিবস ব্যতীত শুক্র ও শনিবার যথারীতি সংশ্লিষ্ট অফিস খোলা রাখা হয়। চালু করা হয় ক্ষুদ্রঋণ পরিশোধকারী ও গ্রহীতাদের জন্য আলাদা সেবা বুথ। ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষকগণ মাঠ পর্যায়ে ঋণগ্রহীতাগণের বাড়িতে গিয়েও মোটিভেশন করেন। এর সুফলও মিলে। এতে জেলায় সর্বমোট ৬১ লাখ ৪৪ হাজার ৬শ’ ৫ টাকা অনাদায়ী ঋণ আদায় করা হয়েছে।

জাগরণী সপ্তাহ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় ৯ জনকে ২ লাখ ২৭ হাজার ৫শ’ টাকা মূল বিনিয়োগ ও ৮০ জনকে ২২ লাখ ১৪ হাজার ৮শ’ ৫০টাকা পুনঃবিনিয়োগ করা হয়েছে। একই সাথে অনাদায়ী ১৩ লাখ ২০ হাজার ৩ শ’ ৬৪ টাকা আদায় করা হয়েছে।

কচুয়া উপজেলায় ৬জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৬৯ জনকে ১৩ লাখ ৬৯ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৯ লাখ ৭৮ হাজার ৫শ’ ৮৯ টাকা আদায় করা হয়েছে।

শাহরাস্তি উপজেলায় ৯ জনকে ২লাখ ৬০ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৬৪ জনকে ১৬ লাখ ৬ হাজার টাকা পুনঃবিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৬ লাখ ৭৯ হাজার ৭শ’ ৮৫ টাকা আদায় করা হয়েছে।

মতলব উত্তর উপজেলায় ৬ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৪৭ জনকে ১১ লাখ ৮৫ হাজার টাকা পুনঃবিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৩লাখ ৪৯ হাজার ৪শ’ টাকা আদায় করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলায় ১১ জনকে ২ লাখ ৮২ হাজার ৫শ’ টাকা মূল বিনিয়োগ ও ৪২ জনকে ৯লাখ ১৬ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ২ লাখ ৭৬ হাজার ৪শ’ ৩৭ টাকা আদায় করা হয়েছে।

হাইমচর উপজেলায় ৮ জনকে ১ লাখ ৮৯ হাজার ৫শ’ ৪০ টাকা মূল বিনিয়োগ ও ৩৪ জনকে ৮ লাখ ৭ হাজার ৫শ’ টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একই সাথে ৩ লাখ ৭৫ হাজার ৪শ’ ১৫ টাকা আদায় করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলায় ৮ জনকে ২ লাখ ২৭ হাজার ৫শ’ টাকা মূল বিনিয়োগ ও ৯৮ জনকে ২৪ লাখ ৩০ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে ১১ লাখ ৪৪ হাজার ৪শ’ ৫০ টাকা আদায় করা হয়েছে।

চাঁদপুর পৌরসভায় ৬৬ জনকে ১৩ লাখ ২৫ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৩৫ জনকে ৭ লাখ টাকা পুনঃবিনিয়োগ করা হয়েছে। একইসাথে ২ লাখ ৭৬ হাজার ১শ’ টাকা আদায় করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুনিয়াদি প্রশিক্ষণে জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকায় অবস্থান করায় হাজীগঞ্জ উপজেলায় কোনো মূল বা পুনঃ বিনিয়োগ করা যায়নি। তবে অনাদায়ী ৭ লাখ ৪৪ হাজার ৮৫ টাকা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, ক্ষুদ্রঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রবর্তন করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়