রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের চতুর্থতলার উদ্বোধন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর প্রেসক্লাবের চতুর্থতলার কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য এবং প্রেসক্লাবের উন্নয়ন উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থতলার উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

একইদিনে চাঁদপুর প্রেসক্লাবের বহুতলবিশিষ্ট ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আন্তরিক সহযোগিতা ও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফলক উন্মোচন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহসহ চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

চতুর্থতলার উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান প্রেসক্লাব ভবনের পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হয়েছে। এই ভবনের শুরু থেকে শেষ পর্যন্ত জেলা পরিষদের আর্থিক সহায়তা করার সুযোগ হয়েছে। আশা করি ভবিষ্যতেও প্রেসক্লাবের সকল কাজে জেলা পরিষদের সহায়তা অব্যাহত থাকবে। আমি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল স্তরের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি প্রেসক্লাব আগামীতে আরো এগিয়ে যাবে। প্রেসক্লাবের একজন সদস্য হিসেবে আমি নিজেও গর্বিত। তিনি ২০১০ সালে চাঁদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় প্রেসক্লাবের উন্নয়ন কাজের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জানান।

ভবন তৈরীতে সহায়তা করায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা পরিষদের সাবেক প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) মরহুম আবু ওসমান চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়