রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০

সুভাষ চন্দ্র রায় মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পুনঃনির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভাধীন পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক সুভাষ চন্দ্র রায়। গত ২০ ডিসেম্বর সোমবার বিকেলে আগামী দুই বছরের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা । পরে ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যের স্বতঃস্ফূর্ত সমর্থনে সুভাষ চন্দ্র রায় পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার পুনরায় সভাপতি পদে ফিরে আসায় বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সকলেই সন্তোষ প্রকাশ করেন। ম্যানেজিং কমিটির অন্যরা হলেন দাতা সদস্য তমাল কুমার ঘোষ, অভিভাবক সদস্য চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল ও বিপ্লব মজুমদার, শিক্ষক প্রতিনিধি গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, কেএম নাজনীন নবী, সংরক্ষিত মহিলা সদস্য শিলা সাহা। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস সদস্য সচিব নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি সুভাষ চন্দ্র রায় তাকে পুনরায় নির্বাচিত করায় সকলের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, পূর্বের চেয়ে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালযের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গড়ে উঠেছে নতুন ভবন। এখন শ্রেণী সংকট অনেকটা নেই বললেই চলে। শ্রেণী সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী একটি নতুন ভবনের দ্বার উন্মোচন করেছেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি বিদ্যালয়ের উন্নয়ন ও ভালো ফলাফলের জন্যে প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসসহ সহযোগী শিক্ষকদের অবদান অনেক অনেক বেশী। তারা আন্তরিক রয়েছেন বলেই বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়