রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় প্রতীক বরাদ্দের পর সংঘর্ষ ॥ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় আহত ২০
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য বোরহান উদ্দীন মোল্লা (মোরগ প্রতীক)-এর সমর্থকদের মিছিলের উপর অতর্কিত হামলায় ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় বোরহান উদ্দীন মোল্লা বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, সোমবার প্রতীক পাওয়ার পর ৩নং ওয়ার্ডের মোরগ প্রতীকের সাধারণ সদস্য প্রার্থী বোরহান উদ্দীন মোল্লা ও তার সমর্থকরা মিছিল নিয়ে দুর্গাপুর থেকে উত্তর বিতারা যান। তারা পুনরায় দুর্গাপুরে ফিরে আসার পথে আয়াত আলী মার্কেটের সামনে এলে টিউবওয়েল প্রতীকের প্রার্থী জব্বার আলী মোল্লা ও তার সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এতে আহসান (২৩), ইব্রাহিম (৩০), শান্ত (২০), সাইফুল (২০), জহির (২৫), সাইফুল (২২), আনোয়ার (৪৫), মহিম (৫০), শাওন (১৫), ইউসুফ (৩০), ওজায়ের (২৮), ছফিউল্লাহ (৩৫), সাখওয়াত (৩০), আরিফ (১৭), আঃ মতিন (৩৫), আঃ রাজ্জাক (৫৫), ফারুক (২০)সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে অবস্থার অবনতি ঘটলে কর্মরত চিকিৎসক আহসান ও ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্যে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বাকিরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়