প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
জাঁকজমকপূর্ণভাবে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গত শনিবার ১৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ম্যানজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিন ৩৩৪জন ভোটার ৬জন প্রার্থীকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ৪ জন প্রার্থী বিজয়ী হয়। বিজয়ী প্রার্থীরা হচ্ছেন শাহআলম তালুকদার, শরীফ পাটোয়ারী, আক্তার মিজি ও বাবুল গাজী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হচ্ছেন আমেনা বেগম (সদস্য), একেএম মামুনুর রশিদ চৌধুরী (শিক্ষক প্রতিনিধি), নুরুল ইসলাম মিজি, সংরক্ষিত মহিলা সদস্য শাহানারা বেগম, দাতা সদস্য মোশাররফ হোসেন প্রমুখ। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাবেদ আহমেদ সুমন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান।