শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির শৌচাগার নির্মাণ কাজ উদ্বোধন
বাদল মজুমদার ॥

চাঁদপুর শহরস্থ ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির মার্কেট-ব্যবসায়ীদের ব্যবহারের জন্যে কোনো শৌচাগার ছিলো না। অতীতে পৌর কর্তৃপক্ষের কাছে অনেক বার ধর্ণা দিয়েও কোনো শৌচাগার করার ব্যবস্থা করতে পারেনি চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শৌচাগারের বিষয়ে পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে সমিতির নেতারা অবহিত করলে তৎক্ষণিক তিনি বলেন, শৌচাগার হবে স্বাস্থ্যসম্মত।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে পৌর মেয়র অ্যডঃ জিল্লুর রহমান জুয়েল শৌচাগার নির্মাণ কাজ উদ্বোধন করেন। তিনি বলেন, একটি মার্কেটে শৌচাগার একান্ত প্রয়োজন। কী কারণে শৌচাগারটি হয়নি তা আমি জানতে চাই না। আমি মনে করি, চাঁদপুর পৌরসভা পরিচালিত মার্কেট পৌরসভাকেই রক্ষণাবেক্ষণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ গাজী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খালেদা রহমান, ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বিশেষ উপদেষ্টা অ্যাডঃ শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সভাপতি মোঃ জাকির লস্কর, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার। উপদেষ্টাদের মধ্যে উপস্তিত ছিলেন মোঃ ইউনুছ খান, আব্দুর রহিম বেপারী, দীন ইসলাম কারী, হারুন মোল্লা, মোঃ আলী হাওলাদার, আবুল বাসার পাটওয়ারী, শওকত খান, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর খান, কোষাধ্যক্ষ মানিক ডালী, প্রচার ও দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম রতন, ফারুক হোসেন, বিল্লাল হোসেন, প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়