প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে ১৬ ও ১৭ ডিসেম্বর এই দু’দিন পাঁচজন করোনায় আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া গেছে। এই দু’দিনে ২১৭টি করোনার নমুনা পরীক্ষা করে পাঁচটি পজিটিভ রিপোর্ট আসে। সংক্রমণের হার ২.৩০ শতাংশ। এর মধ্যে ১৬ ডিসেম্বর ছিলো ১২৩টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৪ জনের। আর গতকাল ১৭ ডিসেম্বর ছিলো ৯৪টি নমুনা। করোনা শনাক্ত হয় ১ জনের। এই দু’দিন চাঁদপুরে নতুন ৫জন করোনা রোগী শনাক্ত হওয়ায় চাঁদপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৫ হাজার ৭৫ জন।
১৬ ডিসেম্বর আক্রান্ত রোগীদের বাড়ি চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ১ জন করে ৪ জন। ১৭ ডিসেম্বর আক্রান্ত একমাত্র রোগীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। মোট আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ২শ’ ৪১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮শ’ ১ জন। চিকিৎসাধীন আছেন ৩৩ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।