প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিজয় দিবস আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল ১০টা হতে বিকেল ২টা পর্যন্ত কলেজ মিলনায়তন ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ২টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষে প্রতীম চন্দ্র দাস তনু, উর্বসী চক্রবর্তী জয়া, শিক্ষকদের পক্ষে প্রভাষক সাবিনা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম ও অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। আলোচনা সভা শেষে অধ্যক্ষ ও শিক্ষকম-লী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেন। এছাড়া কলেজের রোভার স্কাউট দল একই দিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে ১ম স্থান ও ডিসপ্লেতে ২য় স্থান লাভ করে।