প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধার বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাঁদেরই একজন বীর মুক্তিযোদ্ধা চাঁদপুরের মোহন বাঁশী দত্ত (অবঃ পুলিশ হাবিলদার)। তিনি পুলিশে চাকুরিরত অবস্থায় দেশের টানে বঙ্গবন্ধুর ডাকে জীবনের ঝুঁকি নিয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজ তার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে অনুষ্ঠান অয়োজন করা হয়েছে। এই বীর সেনানীর স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশী স্মৃতি সংসদের উদ্যোগে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এ সকল কর্মসূচি।