প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে জেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেস্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ মাহবুবুর রহমান শাহীনের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফার সভাপ্রধানে সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়াজী, জয়নাল গাজী, যুবনেতা সোহেল কাজী, রোকন উদ্দিন, বাদল বেপারী, মিন্টু তালুকদার, হুমায়ুন বেপারী, মনির খন্দকার, মনির তালুকদার, মজিব পাটওয়ারী, মোঃ হোসেন মইসা, যুবদল নেতা ওসমান গণি জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহআলম চোকদার, শ্রমিক নেতা মাইনুদ্দিন চোকদার, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চোকদারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।