প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ নাসির উদ্দিন ভূঁইয়া (শিকো)কে দলীয় পদসহ দলের সকল কর্মকা- থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহের স্বাক্ষরে এ অব্যাহতি দেয়া হয়। নাসির উদ্দিন ভূঁইয়া উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
অব্যাহতিপত্রে লিখা হয়, মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি। আপনি দলীয় শৃঙ্খলা না মেনে বিভিন্ন রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্যে সংগঠনবিরোধী কর্মকা- হিসেবে বিবেচিত হচ্ছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক পদ ও দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল কর্মকা- হতে অব্যাহতি দেয়া হয়েছে।