প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুশীতল ভৌমিক আর বেঁচে নেই (দিব্যান লোকান স গচ্ছতু)। তিনি গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামস্থ সিএসআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তাঁর মৃত্যু সংবাদে গ্রামের বাড়ি ফরিদগঞ্জসহ চাঁদপুরের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। এদিনই রাত সাড়ে ৩টায় তাঁর মরদেহ চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ বাসভবনে নিয়ে আসা হয়।
১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শহরের কু-ের বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর মডেল থানার একদল চৌকষ পুলিশ সদস্য। পরে চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।