প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাফেজ আঃ সালাম দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। চাঁদপুর শহরের ষোলঘর এলাকাস্থ হানী সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে তাঁকে সপ্তাহে দুদিন কিডনি ডায়ালাইসিস করাতে হয়। প্রায় দুই বছর যাবত চলছে তাঁর এই চিকিৎসা। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা করতে গিয়ে হাফেজ আঃ সালামকে মূল্যবান সম্পদসহ অনেক কিছু বিক্রি করতে হয়েছে। প্রায় এক বছর যাবত তাঁর চিকিৎসা মানুষের দান-অনুদানের উপর নির্ভর হয়ে পড়েছে। কেউ তাঁকে অর্থ সহায়তা করলে চিকিৎসা চলে, না হয় বন্ধ থাকে।
এমতাবস্থায় চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রেসক্লাবের মাধ্যমে হাফেজ সালামকে ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান জিএস তছলিম ৫ হাজার টাকা প্রদান করেন। গতকাল বুধবার দুপুরে হানী সিদ্দিক হাসপাতালে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ চেয়ারম্যান রোমান ও ভাইস চেয়ারম্যান তছলিম হাফেজ সালামের হাতে অনুদান তুলে দেন। এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ও হাসপাতালের কর্ণধার ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, হাফেজ আঃ সালামের বাড়ি চাঁদপুর সদর উপজেলাস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফ সংলগ্ন গ্রাম। তাঁর ৫ জন নাবালেগ সন্তান রয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ইতিপূর্বে বিভিন্নজন থেকে অর্থ সহায়তা তুলে হাফেজ সালামের চিকিৎসায় সহযোগিতা করেছেন।