শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

প্রতারকদের গ্রেফতার করতে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা
স্টাফ রিপোর্টার ॥

প্রতারকদের অভিনব কায়দায় স্প্রে ছিটানোর ফাঁদে পড়ে নিজের সাথে থাকা স্বর্ণালঙ্কার হারিয়েছেন বিউটি বেগম (৩৬) নামে অসহায় এক নারী। তিনি পুরাণবাজার ১নং ওয়ার্ডের ম্যারকাটিজ রোডের রওশন আলীর মেয়ে এবং ১ সন্তানের জননী। তিনি নোভা এইডে ব্লাড কালেকশন পদে চাকুরি করেন। গত ৪ ডিসেম্বর শহরের গাঙ্গুলী পাড়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নিজের অসহায়ত্ব তুলে ধরে বিউটি বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বিকেলে কাজের ফাঁকে নোভা এইড থেকে বের হলে প্রথমে ১ জন তার চোখের সামনে স্প্রে জাতীয় কিছু ছিটায়। এতে তিনি অনেকটা বুদ্ধিহীন হয়ে পড়েন। পরে আরো ২ জনসহ এ ঘটনায় জড়িত মোট ৩ জন তার শরীরে থাকা গহনা দাবি করেন। বুদ্ধিহীন থাকায় তিনি ওদের কথামতো নিজের কানের দুল, গলার চেইন এবং ১টি আংটিসহ প্রায় ১৪ আনা স্বর্ণ প্রতারকদের হাতে তুলে দেন। প্রায় ৩ ঘণ্টা পর তিনি স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু এখনো এ বিষয়ে তেমন কোনো সুরাহা না পেয়ে তিনি হতাশ। তাই বিষয়টিতে অধিক গুরুত্ব দিয়ে প্রতারকদের গ্রেফতার ও হারানো স্বর্ণালঙ্কার ফিরে পেতে তিনি চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সুদৃষ্টি কামনা করেছেন।

ঘটনা প্রসঙ্গে বিউটি বেগমকে সহায়তাকারী শুভাকাক্সক্ষী আলীম আল রাজি কবির সাংবাদিকদের বলেন, ঘটনা শোনামাত্র তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ওসি আব্দুর রশীদের সহযোগিতায় ঘটনাস্থলের আশপাশ গিয়ে প্রতারকদের চিহ্নিত করতে সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এখন বিষয়টিতে অধিকতর গুরুত্ব দিয়ে প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

প্রতারণার শিকার হওয়া বিউটি বেগমের ঘটনাটি সম্পর্কে অবহিত আছেন জানিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ এ প্রতিবেদককে বলেন, আমরা প্রতারকদের খুঁজে পেতে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করেছি। হয়ত দ্রুত প্রতারকদের আইনের আওতায় আনতে সক্ষম হবো। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়