প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামে প্রাইভেট পড়তে যাওয়া ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামী মেহেদী হাসান বাবু (২৫)কে গ্রেফতার ও বিচারের দাবিতে ১৫ ডিসেম্বর বুধবার সকালে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষক মেহেদী হাসান বাবুকে আইনের আওতায় এনে ধর্ষণের সর্Ÿোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবি করে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বিকেলে প্রতিদিনের ন্যায় অভিযুক্ত মেহেদী হাসান বাবুর বোন নিপার কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। এ সময় নিপা বাসায় না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেহেদী হাসান বাবু। ধর্ষণের শিকার শিশুটি বাড়িতে গেলে কান্নাকাটি করে ঘটনাটি তার মাকে জানায়। শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে ধর্ষণের আলামতসহ শিশুটিকে সরাসরি থানায় নিয়ে যান। পুলিশের সাথে যোগাযোগ করে শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রকাশ না করার জন্যে ধর্ষিত শিশুটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েক স্থানে আসামীকে আটকের জন্য অভিযান চালিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।