প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীনভাবে প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার দিন থেকেই প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটের আশায় গ্রামের পর গ্রাম গণসংযোগ করে চলছেন। এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার দিনভর বাকিলা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ইউনিয়নের চতন্তর ও গোগরা গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হাবিবুর রহমান লিটন, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর গ্রামে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর গ্রামে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জুলহাস মিয়া এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন বাকিলা বাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে মহল্লাভিত্তিক চায়ের দোকানগুলো এবং ইউনিয়নের হাট-বাজারসহ পাড়া-মহল্লা। ইতিমধ্যে প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গ্রামের প্রতিটি অলিগলি ও রাস্তাঘাট। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি এলাকায় সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। চেয়ারম্যান প্রার্থীদের সাথে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা।
একই সঙ্গে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা চলছে। কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের কাছে দোয়া আর ভোট ও সমর্থন প্রার্থনা করছেন তারা। এ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।