শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

মতলবে হিউম্যানিটি অর্গানাইজেশনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে একঝাঁক তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে মানবতার সেবার লক্ষ্যে হিউম্যানিটি অর্গানাইজেশন নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

গত ১৪ ডিসেম্বর বিকেলে নারায়ণপুর প্রেসক্লাবে সংগঠনের নামকরণ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে ফরহাদ আহমেদ আলীকে সভাপতি, আব্দুল্লাহ আল মাসুম, শাহ পরান ও মোঃ মেহেদি হাসানকে সহ-সভাপতি, মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোঃ ফারুক ও মোঃ সফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবু সুফিয়ান মেহেদীকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মিরাজ প্রধানকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং মশিউর রহমান বাঁধনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

পরে হিউম্যানিটি অর্গানাইজেশনের নবনির্বাচিত সভাপতি ফরহাদ আহমেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়