প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আজ নবম দিন। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় মেলা মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় মহান বিজয় দিবস উদ্যাপন উপ-কমিটি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের উপস্থিতি কামনা করেছেন বিজয় মেলা কমিটির নেতৃবৃন্দ।