শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

মতলব দক্ষিণ পৌরসভার হিসাবরক্ষক হারুন পাটওয়ারীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

মতলব দক্ষিণ পৌরসভার হিসাবরক্ষক ও চাঁদপুর পৌরসভার জিটি রোড উত্তরের বিষ্ণুদী গ্রামের মোঃ হারুন উর রশীদ পাটওয়ারী (৫৮) আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার ১৪ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে লিভার ও ডায়াবেটিস রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।

বিষ্ণুদী গ্রামে একই সঙ্গে অনেক সামাজিক কাজের সাথে জড়িত হাতে গোণা ক'জন ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে মোঃ হারুন উর রশীদ পাটওয়ারী একজন। তিনি সরকারি চাকরির পাশাপাশি নিজ গ্রামে সামাজিকভাবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে ছিলেন। তিনি ছারছীনা পীর ছাহেব কর্তৃক পরিচালিত অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড সহ-সভাপতি, আল-আমিন (মোল্লা বাড়ি) জামে মসজিদের সহ-সভাপতি, বায়তুল আমান (তালুকদার বাড়ি) জামে মসজিদের উপদেষ্টা, বাইতুল মামুর (সামু গাজী বাড়ি) জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি এবং কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর উপদেষ্টা হিসেবে সক্রিয় হিসেবে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছেন মরহুমের বন্ধু ও আল-আমিন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান গাজী।

তাঁর মৃত্যুর খবর মতলব দক্ষিণ পৌরসভা ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুমের মাগফেরাত কামনায় চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা ও তরপুরচন্ডী নেছারিয়া ফোরকানিয়া মাদ্রাসায় এবং বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ভাই ও যুব হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী জানান, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, চাঁদপুর পৌরসভার সচিব ও মতলব দক্ষিণ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং মরহুমের মাগফেরাত কামনা করেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার নিজ গ্রামে রাত ৯টায় আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশেই কবরস্থ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়