প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা গণফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদেরকে নিয়ে বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। তারা এদেশকে মেধাশূন্য করে দেয়ার চেষ্টা করেছিলো।
তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সে চেষ্টা কিছুটা ব্যর্থ হলেও আমরা আমাদের দেশের স্বনামধন্য বুদ্ধিজীবীদের হারিয়েছি। আমাদের দাবি, পাকিস্তানি হানাদারদের সাথে এদেশে যে সমস্ত দোসররা যুক্ত ছিলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।
চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল রুহুল মতিন, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর গণফোরামের সভাপতি মোঃ আবুল খায়ের, জেলা গণফোরাম নেতা তাফাজ্জল হোসেন প্রমুখ।