শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
অনলাইন ডেস্ক

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে ড. মোঃ একেএম মাহবুবুর রহমান বলেন, বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তারা জালিম। পাকিস্তানি হানাদাররা বিদেশীদের প্ররোচনায় দেশকে মেধাশূন্য করার জন্য ৯ শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তে ওলির রক্তধারা বিদ্যামান থাকায় তিনি ইসলামী ভাবধারা ও চিন্তাচেতনার উন্মেষ সাধন করার প্রয়াস চালিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পিতার পদঙ্ক অনুসরণ করে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়, মাদ্রাসা অধিদপ্তর প্রতিষ্ঠা, শিক্ষকদের স্কেল, ৫৬০টি মসজিদ, ঈদে মিলাদুন্নবী (সঃ)কে জাতীয় দিবসের মর্যাদা প্রদান, বড় বড় ভবন নির্মাণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদেরকে সরকারের কাজে সার্বিক সহযোগিতা করতে হবে। শহীদগণের রুহের মাগফিরাত কামনা করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুফতী এইচএম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান, মুহাদ্দিস নিজাম উদ্দীন নোমানী, প্রভাষক হারুনুর রশিদ ও শাসছুদ্দিন।

সভা শেষে শহীদগণের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দীন নোমানী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়