প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে ১১টি ইউনিয়নে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী, সদস্য কিংবা সংরক্ষিত নারী সদস্য পদে প্রচারণা থেকে কেউ পিছিয়ে নেই। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লান্তিহীনভাবে মাইকে প্রচার-প্রচারণা চলছে। এছাড়া প্রার্থীরা দিনরাত গ্রামের পর গ্রাম, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
সরেজমিনে দেখা যায়, ভোর রাত থেকে শুরু করে রাত পর্যন্ত লিফলেট আর সমর্থক নিয়ে দলবেঁধে প্রার্থীরা ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এক কথায় প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বিভিন্ন ইউনিয়নে সরেজমিন ঘুরে আরো দেখা যায়, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে হাট-বাজারসহ পাড়া-মহল্লা। প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গ্রামের প্রতিটি অলিগলি ও রাস্তঘাট। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা। একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানের মাধ্যমেও চলছে প্রচারণা।
কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পূর্ব ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আহসান হাবিব, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মজিব, বাকিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য র্প্রার্থী রেজাউল করিম (কাজী জসিম)কে মঙ্গলবার দিনভর প্রচারণা কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, যোগ্য ও সৎ প্রার্থী দেখে এবং তাদের সুখে-দুঃখে যে পাশে থাকবেন, তারা তাকেই ভোট দেবেন।