প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ মিছবাহুল হাছান। শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী তামিম আক্তার প্রীতি। শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জাহিদ হাসান মামুন ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান খান এমএ জাহিদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন একাডেমির ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা আব্দুর রাউফ। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আজহার উদ্দিন পাটওয়ারী।
অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়। সকল জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্যও দোয়া করা হয়।