প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে সারাদেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের উদ্যানে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।