প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া পূর্ব পাঠান বাড়ি সংলগ্ন সওতুল কোরআন হিফজ্ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহ্ফিল।
১৩ ডিসেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত মাহফিলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহ্মান হিসেবে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ঢাকা মিরপুর মহিলা মাদ্রাসার মুহ্তামিম ও শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী।
মাহফিলে দুনিয়া ও আখেরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ্ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্যে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।
অত্র মাদ্সার মোহতামিম মাওলানা ইমরান হোসাইনের পরিচালনায় আমন্ত্রিত মেহ্মান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর বাইতুল আমীন রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ছিদ্দিকী, আলগী বাজার তাহফিজুল উম্মাহ মাদ্রাসার মোহ্তামিম মুফতি মোশাররফ হোসেন কারিমী। ফরিদগঞ্জ তুলাতলী বাজার জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী প্রমুখ।