প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের গ্রাম হানির পাড়। পেশায় ক্ষুদ্র ভাঙ্গারী ব্যবসায়ী, নাম আবুল হাশেম। সম্বল বলতে একটি ভাঙা প্যাডেল চালিত রিকশা। প্রতিদিন জীবিকার তাগিদে রোজগারের আশায় ঘুরে বেড়ায় গ্রামের অলিগলি। শীতের প্রকোপে কাবু করে ফেলেছে আবুল হাশেমকে। এদিকে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান শীতার্ত মানুষে পাশে দাঁড়াতে ছুটে বেড়ান প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে। ১৩ নভেম্বর সোমবার কলাকান্দা ইউনিয়ন দিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান দেখতে পান আবুল হাশেমকে। থেমে যায় ইউএনওর গাড়ি। তিনি গাড়ি থেকে নেমে আবুল হাশেমকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল দিলেন। আবুল হাশেম মহাখুশি। করলেন প্রধানমন্ত্রীর জন্য দোয়া।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আশেপাশের দরিদ্র শীতার্ত মানুষের জন্যে কিছু করতে পারি, তাহলে বাংলাদেশের কোনো মানুষ শীতের কারণে কষ্টে থাকবে না । আসুন আমরা সবাই মিলে শীতার্তদের পাশে দাঁড়াই।